সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় তদারকিকালে ইটের পরিমাপে কারচুপি করায় দুইটি ইট ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় পরে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপে¬ট বিতরণ করা হয়। সহযোগিতা করেন জেলা পুলিশ ও ক্যাব প্রতিনিধি সাতক্ষীরা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উলে¬খ্য, গতকাল (২৫ জানুয়ারি) সাতক্ষীরার সদরের বেতলা বাশঘাটা ও ছয় ঘুরিয়া মোড় এলাকায় তদারকিকালে ইটের পরিমাপে কারচুপির অভিযোগে দুইটি ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।