মোটা অংকের অর্থের প্রলোভনে সৌদি আরব পাঠানোর অভিযোগে দায়েরকৃত মামলায় মানব পাচারকারী মোঃ সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে আজ মঙ্গলবার ইমেইল বার্তায় জানানো হয়েছে।
জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আঃ খালেক শেখের ছেলে মাসুদ শেখকে ভাল কাজের প্রতিশ্র“তি দিয়ে ২০১৯ সালের ৮ নভেম্বর সৌদি আরব পাঠিয়ে দেয় সিরাজুল। সেখানে গিয়ে মাসুদকে আকামা বা ওয়ার্কপারমিট না দিয়ে মাসুদকে মানবেতর অবস্থায় নিক্ষেপ করে। দেশে এ বিষয়টি ভিকটিম মাসুদ তার পিতা আঃ খালেককে জানালে তিনি বারবার সিরাজুল ইসলামের কাছে গিয়ে ছেলেকে কাজ দেয়ার অনুরোধ করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ সিরাজুল ইসলাম বাদীর কথায় কোন কর্ণপাত করেনি। উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়। এঘটনায় আঃ খালেক শেখ ডুমুরিয়া থানায় মামলা (নং-১৭, ২৩-০১-২০২১ইং) করেন। পরে মামলার তদন্তভার গ্রহন করে সিআইডি খুলনা। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি খুলনা।