সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গাঁজাসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলেন- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার মহুকুমা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সালমান মিয়া (২২) ও পাশর্^বর্তী রাজাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম মিয়া (২০)। আজ মঙ্গলবার (২৬ শে জানুয়ারী) সন্ধ্যায় তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়- গত সোমবার (২৫ শে জানুয়ারী) রাত অনুমান ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডার বসু দত্ত চাকমা অভিযান চালিয়ে সীমান্ত চোরাকারবারি সালমান মিয়াকে ২ কেজি গাঁজাসহ তার নিজ এলাকা মহুকুমা গ্রাম থেকে গ্রেফতার করে। এরআগে রাত ৮টায় পাশর্^বর্তী রাজাপাড়া গ্রাম থেকে ভারতীয় ২২বোতল মদসহ চোরাকারবারি শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত ২ চোরাকারবারিকে মদ ও গাঁজাসহ আজ মঙ্গলবার (২৬ শে জানুয়ারী) সকাল ১০টায় বিশ^ম্ভরপুর থানায় সোপর্দ করা হয়। এঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে চোরাকারবারিকে সালমান মিয়া ও শামীম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।