নাট্যদল প্রাচ্যনাট তাদের “প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন” এবং “শিশুদের জন্য দিনব্যাপি কর্মশালার” পাশাপাশি এবার আয়োজন করতে যাচ্ছে পা-ুলিপি কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন নাট্যকার, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম।
এই সময়ে ভিজ্যুয়াল মিডিয়ামে (টেলিভিশন, সিনেমা ও অনলাইন প্ল্যাটফর্মে) কাজের সুযোগ ব্যাপক। কিন্তু সেই অনুপাতে দক্ষ পা-ুলিপি রচয়িতার অভাব।
যেকোনো শিল্পচর্চার জন্যই করণকৌশল জানা দরকার। আর পা-ুলিপি রচনার কৌশল সম্পর্কে জানাতেই প্রাচ্যনাটের এই আয়োজন। কর্মশালাটি ২৩ আগস্ট শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে।
এক মাসে মোট ৮টি ক্লাস প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ও শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। কোর্স ফি ৫,০০০ টাকা।