ভোলা বোরহানউদ্দিন উপজেলায় যে সকল সরকারি কর্মকর্তারা করোনা ভাইরাসের ঝুকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য পিপিই তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। মঙ্গলবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার এর হলরুমে এ পিপিই বিতরণ করেন তিনি।
এসময় এমপি আলী আজম মুকুল বলেন, সকলকে সরকারের নির্দেশাগুলো মেনে চলতে হবে। নিজে সচেতন থাকুন, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেন না। সরকার মানুষের পাশে রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ।