ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর স্ত্রী সন্তানদেরকে ঢাকায় রেখে ১ মাস ৫ দিন এলাকায় অবস্থান করে আপনাদের সেবায় কাজ করছি। আপনাদের খোঁজ খবর নিচ্ছি। কেউ খাদ্য সহায়তার জন্য ফোন দিলে খাদ্য পৌছিয়ে দিচ্ছি। যত দিন এ সমস্যা থাকবে আমি আপনাদের পাশে থাকবো।
তিনি আরোও বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে এ করোনা ভাইরাস হতে মুক্ত রাখবে। তাই সকলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলুন এবং সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন।
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত করে বড়মানিকা, সাচড়া, দেউলা ও গংগাপুর ইউনিয়নে এমপি’র নিজ অর্থায়নে ২ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন তিনি। পর্যায়ক্রমে বোরহানউদ্দিন ও দৌলতখানে ২০ হাজার অসহায় ও কর্মহীন মানুষের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ।