রংপুরের পীরগঞ্জ উপজেলার হাতিবান্ধা হাফেজিয়া মাদ্রাসায় এতিম হাফেজ ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও ২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড.শিরীন শারমিন চৌধুরীর দেয়া ওই কম্বল সোমবার শেষ বিকেলে বিতরণ করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম ।
এ সময়, রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল,পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাকিবুল ইসলাম নয়নসহ স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।