দেশের জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভি দীর্ঘদিন ধরে তুর্কি ধারাবাহিক নিয়ে কাজ করে আসছে। সেই সুবাদে ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার দীপ্ত টিভিতে এক শুভেচ্ছা সফরে আসেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
দীপ্ত টিভিতে প্রচারিত সুলতান সুলেমানসহ অন্যান্য জনপ্রিয় ধারাবাহিক নাটকের ডাবিং মান ও কারিগরি দক্ষতার ব্যাপারে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন।
ডাবিংয়ের পুরো প্রক্রিয়াসহ আধুনিক স্টুডিও ও উন্নত কারিগরি অবকাঠামো সরেজমিনে ঘুরেও দেখেন। বিশেষ করে দীপ্ত টিভির নিজস্ব ভবনে নির্মিত স্টুডিও, দক্ষ ডাবিং টিম ও অন্যান্য কলাকুশলীদের সাথে মতবিনিময়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন।
এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় দীপ্ত টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।