ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৪ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। এ পর্যন্ত মোট ৩০৩ টি ফলাফলের মধ্যে ২৭১ টি নেগেটিভ ও ৩২ টি পজেটিভ। নতুন আক্রান্তরা হলেনঃ কোটচাঁদপুর উপজেলার সানজিদা স্বাস্থ্যকর্মী(২৪), নুরুননবী গার্মেন্টস কর্মী জগদীশপুর(২৫), শাহারুন্নেসা গৃহিনী জগদীশপুর (৪৫); কালিগঞ্জ উপজেলার মেডিকেল অফিসার ডাঃ সম্পা নদক (৩৫)। জেলার মধ্যে সদর উপজেলায় ৬ জন, শৈলকুপায় ৯ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কোটচাঁদপুরে ৬ জন, কালিগঞ্জে ৯ জন ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে।