মেহেরপুরের গাংনী উপজেলায় দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত একজন ওমান ফেরত ও অপরজন রাজধানী ঢাকা থেকে এসেছেন। তারা দু’জনই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন। আক্রান্ত ব্যক্তিদের বসবাসের এলাকায় ২০ বাড়ি লকডাউন করা হচ্ছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম বলেন, ষোলটাকা গ্রামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ২৯ ইপ্রিল ঢাকার মহাম্মদপুর থেকে আর রংমহল গ্রামের বাসিন্দ ৩৯ বছর বয়সী এক ব্যক্তি ২৮ এপ্রিল ওমান থেকে নিজ বাড়িতে ফিরে আসেন ।
তাদের দু’জনকে হোম কোয়ারেন্টিনে রেখে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় এ দু’জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এখন তাদের এলাকায় ২০ বাড়িতে লক ডাউন করা হয়েছে।