চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব, ঢাকা’র এজিএম অনুষ্ঠিত। চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব, ঢাকা’র প্রথম সাধারণ সভা গতকাল ৬ই ফেব্রুয়ারি শনিবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইনাম এলাহি টন্টি র সভাপতিত্বে ক্লাব এর গঠনতন্ত্র অনুমোদন সহ আগামী ২০২০ – ২০২১ সালের দুই বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ, ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্য বৃন্দ ঃ
সহ সভাপতি – ইনাম এলাহি টন্টি
সুমন কল্যাণ দাস গুপ্ত, যুগ্ন সাধারণ সম্পাদক – মারুফ হাসান রিয়েল
মইনুদ্দিন রাশেদ, অর্থ সম্পাদক – এহতেশাম সাইমুম
সহ অর্থ সম্পাদক – মোসলেহ উদ্দিন পিজু
সাংগঠনিক সম্পাদক – জিয়াউদ্দিন সায়মন
সহ সাংগঠনিক সম্পাদক – শাহদাত উসমান মিথুন।দপ্তর সম্পাদক – ইকবাল আহ্ মেদ রনি
সহ দপ্তর সম্পাদক – নয়ন বিশ্বাস।
সাংস্কৃতিক সম্পাদক – সাব্বির জামান
প্রচার সম্পাদক – আমজাদ হোসেন বাপ্পি
তথ্য উন্নয়ন ও বাস্তবায়ন সম্পাদক – কামরুল কায়েস
আইন সম্পাদিত – সাইফুদ্দিন ইমন
সমাজ কল্যাণ সম্পাদক – মৃত্যুন্জয় সেতু
আপ্যায়ন সম্পাদক – সামিউল মুমিত সামি
সদস্য বৃন্দ – কিশোর দাস, এম এন হাসান বাবু ,রাসেল হক,হোসেন আরিফ,রাকিবুল হাসান ইভান,আরিফ মোহাম্মদ মইনুদ্দিন, ফাইয়াজ সাগর, পলি শারমিন, টুটুল বড়ুয়া।
অনুষ্ঠানে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শহিদ মাহমুদ জংগী, কুমার বিশ্বজিত, নাকিব খান, ফুয়াদ নাসের বাবু। স্বশরীরে উপস্থিত ছিলেন পার্থ বড়ুয়া, আসিফ ইকবাল, ডাঃ আশীষ চক্রবর্তী, মুকিত জাকারিয়া, মিলন ভট্টাচার্য প্রমুখ।