বগুড়ার নন্দীগ্রামে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সামজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক ফখরুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান, নন্দীগ্রাম উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা লায়জুল ইসলাম, শেরপুর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মাদ সোহাগ আলম ও আদমদীঘি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা হেলাল মিয়া উপস্থিত ছিলেন।