১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতœীতলা (বিজিবি)র অধিনস্থ কালুপাড়া বিওপি’র ধামইরহাট উপজেলার রোস্তমাবাদ এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টায় ফেন্সিডিল সহ এক জনকে আটক করেছে বিজিবি।
১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতœীতলা (বিজিবি)র অধিনস্থ কালুপাড়া বিওপি’র একটি টহল দল বুধবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টায় সীমান্ত পিলার ২৭২হতে আনুঃ ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী ধামইরহাট উপজেলার রোস্তমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ওই উপজেলার রুপনারায়নপুর গ্রামের মোঃ মনতাজ আলীর ছেলে নয়ন বাবু (২১)কে আটক করে।
আটক আসামীকে নিকটস্থ ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতœীতলা (বিজিবি) ক্যাম্প সূত্রে জানাগেছে।