ইভিএম পদ্ধতিতে এই প্রথম নারী-পুরুষ ভোটারদের উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন দেখতে হোমনা ও দাউদকান্দি পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। বেলা দুইটার দিকে হোমনায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবুল ফজল মীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, হোমনা এবং দাউদকন্দিতে ভোটাররা অত্যন্ত উৎনবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, আমরা আনন্দিত।
এসময় সঙ্গে ছিলেন- জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দেসহ নির্বাচন সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
হোমনা পৌরসভার ৯ টি ওয়ার্ডেও কেন্দ্র সংখ্যা ১১ টি। মোট ভোটার রয়েছে ২৫ হাজার ১১২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ১২ হাজার ২০৫ জন।
ই- মেইলে জেলা প্রশাসকের হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং খাদিজা মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের ছবি আছে।