কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে নির্ধরিত সময়ের তিন ঘণ্টা পরও চলে ভোট গ্রহণ। ইভিএম পদ্ধতিতে এই প্রথম নারী-পুরুষ ভোটারদের উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
ভোট গ্রহণের নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত থাকলেও ভোটারের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। পৌরসভার পশ্চিম শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলে অতিরিক্ত তিন ঘণ্টা বেশী সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ভোটগ্রহণ।
(ইভিএম) ইলেকট্রনিক ভোটিং মেশিনের ধীর গতি আর উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতির কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভোটগ্রহণ চলে।
পশ্চিম শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।