সুনামগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য জলাশয় পুনঃ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলার সুনামগঞ্জ সদর উপজেলার পাথারিয়া গ্রুপ জলমহাল পুনঃ খনন অংশ-১ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসময় তিনি বলেন- শুকিয়ে যাওয়া জলমহালগুলো পুনঃখনন করা হয়ে সারাবছর যেমন মাছ পাওয়া যাবে তেমনি সুনামগঞ্জের হাওরাঞ্চলে বৃদ্ধি পারে মাছের পরিমান।
সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ।