গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দক্ষিণ ধোপাডাঙ্গায় ডাল ও তৈলবীজ উৎপাদন ও রিভিউ ডিসকাসন প্রকল্পের আওতায় বারী সরিষা ১৪’র কৃষক পর্যায়ের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক কল্যাণ পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক একেএম শামছুল হকের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা সহকারী উপ-পরিচালক (এডিডি,পিপি) এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষি অফিসার একেএম ফরিদুল হক ও মিজানুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুল হক, আলী আজম, অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রদর্শনী কৃষক পশু চিকিৎসক ইউসুফজ্জামান, ইউপি সদস্য সবুজ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকল কৃষকদের আগামী মৌসমে বারী সরিষা ১৪’র চাষের উদ্যাক্ত আহ্বান জানান।