একুশের চেতনায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। সে জন্য প্রয়োজন আমাদের সবার সম্মিলিত উদ্যোগ, ঐক্যবদ্ধ প্রয়াস। একুশ অন্যায়, অবিচার ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে শিখায়।
রবিবার (২১ ফেব্রুয়ারি) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিভাগীয় সমিতি আয়োজিত আলোচনা সভায় আলোচকবৃন্দ এসব কথা বলেন।
সমিতির সাধারন সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সমিতির সহ-সভাপতি বাবু স্বপন কুমার সাহা, সহ-সভাপতি ডা, এমদাদুল হক বাদল, সদস্য মো. খায়রুল ইসলাম প্রমুখ।
আলোচকবৃন্দ বলেন, ১২৫২ সালের এই দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে সালাম বরকত রফিক জব্বার তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিল নিজের ভাষায় কথা বলার অধিকার। একারণে বাঙালির এই মহান আত্মত্যাগকে গোটা বিশ্ব স্মরণ করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে। তারা জানবে আমাদের ত্যাগ-তিতিক্ষার কথা। তারা জানবে বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতিসত্তার কথা।
তারা আরো বলেন, ভাষা আন্দোলনের ৬ দশকেরও বেশি সময় পার হয়েছে। যে চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলন হয়েছিল তার কতোটুকু বাস্তবায়ন হয়েছে এইসময়ে সঙ্গত কারণেই এই প্রশ্ন আজ জাতির সামনে।
এছাড়া বাংলাদেশ নামক স্বাধীন দেশটির বয়স এখন ৪৯ বছর। স্বাধীনতা লাভের মাধ্যমেই প্রকৃত পক্ষে রাষ্ট্রভাষা আন্দোলন পূর্ণতা পায়। এ কারণে আশা করা হয়েছিল রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। দেশের সকল মানুষ তার নিজের ভাষায় লেখতে পড়বে পারবেন। কিন্তু বাস্তবে কি তাই হয়েছে? এর উত্তর হবে, না হয়নি।