পিএনপি চেয়ারম্যান ফিরোজ মো. লিটন বলেছেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মানুষের স্রোত নিশ্চিহ্ন করে দিয়েছিল অপশক্তিকে। ঠিক তেমনই প্রতিবছর একুশ আমাদের অপশক্তির বিরুদ্ধে লাড়াইয়ে অনুপ্রেরনা যোগায়। গণতন্ত্র প্রতিষ্ঠায়, জনগনের ভোটাধিকার রক্ষা্য় একুশের বিদ্রোহ থেকে আমাদের শিক্ষা গ্রহন করতে হবে।
আজ সোমবার দলীয় কার্যালয়ে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনাকে শানীত করে গণতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের চেতনার উৎসভূমিই হচ্ছে ৫২’র ভাষা আন্দোলন।
পিএনপি ঢাকা মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের মহাসচিব আহমেদুর রহমান, যুগ্ম মহাসচিব কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক এম এ আরিফ, মহানগর নেতা মো. জামাল উদ্দিন, আবদুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে দলের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাত ফেরীতে অংশগ্রহন করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।