বিশ্ব জলাভুমি দিবস-২০২১ পালন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের বিপন্ন জলাভুমি, জলজ সম্পদ এবং পরিবেশ সুরক্ষায় নাগরীকদের করণীয় বিষয়ে সোমবার ময়মনসিংহে আলোচনা সভা হয়েছে। এএলআরডির সহযোগী সংস্থাসমুহের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে মাসকান্দা স্পন্দন প্রশিক্ষণ কেন্দ্রে এই আলোচনা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার সহযোগী সংস্থাসমুহ এবং নাগরীক সমাজের প্রতিনিধিগণ সভায় অংশ নেন।
সভায় জলাভুমি ও জল অবিচ্ছেদ্য এবং জীবনের জন্য অপরিহার্য্য প্রতিপাদ্য নিয়ে কর্মশালার উদ্দেশ্য ও ধারণাপত্র সম্পর্কে উপস্থাপন করেন এএলআরডির কর্মসূচী কর্মকর্তা মির্জা আজিম হায়দার। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন কেএইচআরডিএস এর নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানা। ধন্যবাদ ও সমাপণী বক্তব্য রাখেন, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খোন্দকার ফারুক আহমেদ। এছাড়াও, প্রগতি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম রাসেল, অধ্যক্ষ নুর জাহান পারভীন, নেত্রকোণার কৃষিবিদ মোস্তাছিন রহমান, শেরপুরের আঃ হাকিম, জামালপুরের এনামূল হক বক্তব্য রাখেন।
দেশের সকল জলাশয় ও পানি সম্পদকে দখল ও দুষণমুক্ত করা এবং এগুলো সংরক্ষণের জন্য মাঠ পর্য়ায়ের দাবী জোরদার করার লক্ষ্যে সহযোগী সংস্থাসমুহের মাঝে জলাভুমির গুরুত্ব তুলে ধরা, স্থানীয় পর্যায়ে দখল হয়ে যাওয়া জলাভুমি, খাল, বিল, নদী, পুকুর পুণখনন ও সুরক্ষার দাবি, জলাভুমি সংরক্ষণে জাতীয় পরিবেশ নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করা এবং বাংলাদেশের নদী ও জলাভুমি বাচানোর জন্য নদী, জলাভুমি দখল ও দুষণ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি জোরদার করা এবং এ আন্দোলনে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা এবং সহযোগীতামূলক কার্যক্রম গ্রহণে উদ্দোগী হওয়ার জন্য সভায় ব্যাপক আলোচনা করা হয়।