রাজবাড়ীর কালুখালী উপজেলার কাশমিয়ার বিলে পরিত্যাক্ত লাশ উদ্ধার । আজ সোমবার ২২ ফেব্রুয়ারী রাজবাড়ী কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কোমরপুরে কাশমিয়ার বিলের মধ্যে একটি লাশ পাওয়া যায়। লাশটি ধারালো আস্ত্র দিয়ে চোখে মুখে জখম এর আলামত পাওয়া গিয়েছে।
পরিত্যাক্ত লাশটি কুষ্টিয়া ডাঙ্গী মানিক শেখের মেয়ে নাজমা বেগম(৪০) । নাজমা বেগমের দুই ছেলে রন্জু (২২) ও সন্জু (১৪) সাথে কথাবলে জানাযায় সে ঢাকায় গার্মেণ্টেন্সে চাকরী করত ।
বোনের বাড়ী বাগদুল থেকে ফেরার পর বাড়ী ফেরেনি। মোবাইল বন্ধথাকায় যোগাযোগ করতে পারিনাই। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে কালুখালী থানা পুলিশ কে অবহত করেন। তাৎক্ষনিক ভাবে ঘটনা স্থলে সহকারী পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার আরিফ আহমেদ সাকু ,অফিসার ইনচার্জ মাসুদুর ররহমান পরিদর্শন করে প্রথমিক আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন ।