খুলনায় পায়ুপথে বায়ু ঢুকিয়ে খুলনার শিশু রাকিব হত্যার দায়ে গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু খানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ সোমবার আসামীদের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনা মহানগরীর টুটপাড়ায় শরীফ মোটরস নামে মোটরসাইকেলের গ্যারেজে মলদ্বার দিয়ে পেটে বাতাস ঢুকিয়ে রাকিবকে হত্যা করা হয়।
পরের দিন রাকিবের বাবা মোঃ নুরুল আলম বাদী হয়ে গ্যারেজ মালিক শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় খুব অল্পসময়ে বিচারকাজ শেষে ওই বছরের ৮ নভেম্বর রায় ঘোষণা করেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা।
রায়ে মোঃ শরীফ ও মিন্টু খানকে মৃত্যুদণ্ড এবং প্রধান অভিযুক্ত শরীফের মা বিউটি বেগমকে খালাস দেন আদালত। দেশের ইতিহাসে বিচারিক আদালতে স্বল্পসময়ে ওই বিচার নিশ্চিত করা হয়। এ রায় ঘোষণার পর নিম্ন আদালতের রায়ের নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পৌঁছানোর পরে খালাস চেয়ে জেল আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামী।
ওই ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৪ এপ্রিল দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে আসমীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি আজ সোমবার খারিজ হয়ে যায়।