খুলনার লবনচরা বান্দাবাজার এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে অতর্কিত হামলায় সোর্স শফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী হেলাল তালুকদারকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের এক মাস পর গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে খুলনার চাঞ্চল্যকর এ মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করতে সক্ষম হল কেএমপি’র গোয়েন্দা বিভাগ। এর আগে ১৭ জানুয়ারি সন্দেহভাজন তিনজনকে আটক করেছিল র্যাব-৬।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ কামাল হোসেন খান জানিয়েছেন, গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন টিভি সেন্টার এলাকা থেকে (লবণচরা থানার মামলা নং-০৯ ও ১০) হেলাল তালুকদার (৩০) কে গ্রেফতার করা হয়।
সে বাগেরহাটের শরণখোলার উত্তর আমড়াগাছি গ্রামের মোঃ ফারুক তালুকদারের ছেলে। নগরীর মুজাহিদপাড়া ৩য় গলির বাসিন্দা সৈয়দ আহম্মেদের বাড়ীর ভাড়াটিয়া। হেলাল তালুকদারকে গত ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত হেলাল পুলিশকে জানায়, লবনচরার দক্ষিণ মোল¬াপাড়ার মোমবাতির গলির মোফাজ্জেল গাজীর ছেলে সোহরাব গাজীর বাড়ীর সামনে রাস্তার দক্ষিণ পাশে গোলাম মোস্তফার ফাঁকা জমিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। হেলাল তালুকদারের বিরুদ্ধে খুন, অস্ত্র, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে কেএমপি।
প্রসঙ্গত্ব, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরার বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের সাথে তিনজন সোর্সসহ গোপন তথ্যেরভিত্তিতে ইয়াবা সিন্ডিকেট আটক করতে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ইয়াবাবিক্রেতারা অভিযান দলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ অপর দু’জন সোর্স গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে কাছাকাছি থাকা গোয়েন্দা পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় হত্যা মামলাসহ দু’টি পৃথক মামলা হয়।
গত ১৭ জানুয়ারি দিনগত রাত সোয়া ১১টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকা থেকে তিনজনকে আটক করে র্যাব। আটকরা হল- লবণচরার দক্ষিণ মোল¬াপাড়ার বাঙ্গালী গলির বদি মোল¬ার ছেলে বাপ্পী মোল¬া (২৩), মোল¬াপাড়া মসজিদ গলির আজারুল ইসলাম আজুর ছেলে তরিকুল ইসলাম তারেক (২২) ও খুলনা সদরের মহিষবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে নাইমুর রহমান আকাশ (১৯)। আটকদের খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করে র্যাব।