বাগেরহাটের শরণখোলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাহবুব ইসলাম সানি(১৮) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার সিংবাড়ি এলাকায় এ দূঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক বাগেরহাট সদর উপজেলার মোঃ ইউনুসকে আটল করেছে পুলিশ।
নিহত মাহবুব ইসলাম সানি খুলনা মহানগরীর বাগমারা মেইন রোডস্থ হাজী লেন এলাকা রানা মজুমদারের ছেলে। খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক। নিহত সানি শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামে নানা মান্নান তালুকদারের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। সানি এবছর রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেছেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে খুলনা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন সানি। এসময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পাঠানো হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কাভার্ড ভ্যানসহ চালক ইউনুসকে আটক করেছি।