রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান খলিলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরী কলেজ হলরুমে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে অধ্যক্ষ খলিলুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আবেদন করবেন। তিনি মনোনয়ন পাবেন বলে আশা করেন।
তিনি মেয়র পদে নির্বাচনে- তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন প্রতিশ্রতির মধ্যে মাদক নির্মূল ও মাদক নিরাময় কেন্দ্র স্থাপন, সুশাসন প্রতিষ্ঠা, প্রতিটি ওয়ার্ডে সুসম উন্নয়ন ও জবাবদিহিমূলক পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন পৌরসভা গড়ে তুলবেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা বক্তব্য রাখেন। শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যক্ষ খলিলুর রহমান।