রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখণ্ডাগ্রামের বিশিষ্ট ধান ব্যবসায়ী বিএনপি নেতা শোকাহত মতিউর রহমানের পরিবার কে শান্তনা দিতে ছুটে যান ইউপির বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খলিল।
এসময় তাঁর সাথে ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক মণ্ডল, সিনিয়র নেতা সুলতান, ইউসুফ আলীসহ বেশ কিছু নেতারা। তাঁরা সন্তান হারানো মতিউরের পাশে কিছু সময় কাটান এবং গভীর শোক প্রকাশ করেন।
চেয়ারম্যান প্রার্থী খলিল জানান পিতার ঘাড়ে সন্তানের মরদেহ কত কঠিন যার সন্তান হারিয়েছে সেই পিতায় জানেন ।দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন পিতা মাতাকে ধ্রয্য ধারন করার তৌফিক দেন।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখণ্ডাগ্রামের বিশিষ্ট ধান ব্যবসায়ী পরিক্ষিত বিএনপি নেতা মতিউর রহমানে ১৭ বছরের ছেলে সিহাব জন্মগতভাবে হার্ড জনিত রোগে আক্রান্ত ছিলেন। এঅব¯’ায় গত মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি দেন।
সাবেক উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান ওই গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুর রহিম জানান, ছেলের জন্য মতিউর নানান জায়গায় চিকিৎসা করিয়েছেন। চিকিৎসকরা বলেছিল ১৮ বছর পার হলে মহান আল্লাহর রহমতে রোগ সারতেও পারে। কিš‘ ছেলেটির বয়স ১৮ বছর পড়েছে মাত্র।এ অব¯’ায় মারা গেলেন। তিনিও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে ধ্রয্য ধারনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।