অবশেষে সাবেক স্বামীকে এসিড নিক্ষেপের মামলায় আত্মসমর্পণ করেছেন সংগীত শিল্পী মিলা। গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
এর আগে জামিনে থাকা অবস্থায় ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি মিলা ও তার সহযোগী কিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ জুন পারভেজ সানজারির গায়ে এসিড হামলার অভিযোগে মিলা ও তার সহকারী জন পিটার হাওলাদার কিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।