পূর্ব শত্র“তা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তেরখাদা উপজেলার অর্জুনা বলরধনা এলাকায় মামাদের ঝুপির (দেশীয় অস্ত্র) কোপে ভাগ্নে নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত বাবর শেখ স্থানীয় মোঃ বজলুর শেখের ছেলে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্র“তা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের আপন মামা সোহরাব শেখদের সাথে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে মামা ও মামাতো ভায়েরা অতর্কিত হামলা চালিয়ে ঝুপি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাবর শেখকে। ঘটনাস্থলেই নিহত হয় বাবর শেখ। নিহত বাবর শেখের দুই ভাই সাখায়েত শেখ (৩৩) ও আজিজুল শেখ (২৬) মারাত্মক যখম অবস্থায় তেরখাদা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। তাদের অবস্থায় আশঙ্কাজনক বিধায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।