ঝিনাইদহ সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া অনুষ্ঠান শহরের শুক্তি ডায়াগনস্টিক সেন্টারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মেহের আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ রুহুল কুদ্দুস।