২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে সৈয়দপুর পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত ভোটারদের ভোট দিতে না দেয়া, পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে লাঞ্চিত করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া ও পুলিশ প্রশাসনকে অভিযোগ দিয়েও কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ তুলে ভোট বর্জন করলেন, জাতীয় পার্টির মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক।
২৮ ফেব্রুয়ারী বেলা সারে ১১ টায় শহরের ৫ মাথা মোড় সংলগ্ন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ভোট বর্জন করেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, শহরে মোট ৪১ টি ভোট কেন্দ্র রয়েছে। সৈয়দপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠ হবে আশ্বাস পেয়ে প্রতিটি কেন্দ্রেই পুলিং এজেন্ট দেয়া হয়েছিল।
সকাল ১০ টা পর্যন্ত ভোট সুষ্ঠই হচ্ছিল। কিন্তু এর পর থেকে আওয়ামীলীগের লোকজন কেন্দ্রে থাকা জাতীয় পার্টির সমর্থিত পুলিং এজেন্টদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ভোটাররা লাংগল মার্কায় ভোট দিতে গেলে তাদের ভোট হয়ে গেছে বলে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হলে ও তারা অপারগ বলে জানান।
মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম আরো জানান, জাতীয় পার্টি, ও আওয়ামী লীগ মিলে সরকার গঠন করা হয়। সৈয়দপুর পৌরসভা নির্বাচনে যদি দুর্নীতি করে আওয়ামী লীগের প্রার্থীকে জিতিয়ে দেয়াই হবে তাহলে জাতীয় পার্টি বা অন্য কোন দলকে অংশ গ্রহন না করালেও পারতেন। লোক দেখানো নির্বাচন না করালেও পারতেন বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের একথা বলেন।