যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানীসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে মানব বন্ধন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গাংনী শাখা। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা চত্ত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সাবদার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচীব মনির হোসেন, সেকেন্দার আলী মাস্টার, আলাউদ্দীন ও নাজমুল হুসাইন। বক্তাগণ চাকরী ক্ষেত্রে সকল পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও বিতর্কিত কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানী বন্ধসহ ১০ দফা দাবী তুলে ধরেন। এসময় সাধারণ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।