১লা মার্চ সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকায় সুজন (৩৫) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর কলুপাড়ার একটি ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের স্কুল শিক্ষক ও সাবেক মেম্বর খায়রুল ইসলাম খায়েরের একমাত্র ছেলে এবং বাজার গোপালপুরের বড়বাড়ি নূরানী মাদ্রসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
স্থানীয় ক্যাম্পের পুলিশ জানিয়েছে, বাজারগোপালপুর বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেনের ভাড়া বাসার নিজ কক্ষে হাত-পা বাধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশের ধারণা ওই মাদ্রাসা শিক্ষককে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাত-পা বেঁধে ঘরের সিলিংয়ের সাথে ঝুলিয়ে হত্যা করেছে। সদর থানার ওসি মিজানুর রহমান মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন।