ঝিনাইদহে বৃষ্টি জলাবদ্ধতা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক পরিবার। কয়েকদিনের প্রবল বর্ষণে ঝিনাইদহ সদরের মহেশপুর অঞ্চলের অধিকাংশ ধানী জমিতে জলাবদ্ধতা হওয়ায় মাঠের শুকনো জমির ধান মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পাকা ধান ভিজে যাওয়ায় বাড়িতে নিতে পারছেন না। শ্রমিক সংকটের কারণে বৃষ্টিতে জনদুর্ভোগ নেমে এসেছে কৃষকের ঘরে।
কৃষি অধিদপ্তর জানিয়েছে, ঝড় বৃষ্টিতে নিচু এলাকার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক এলাকায় পাকা ধান মাটির সাথে মিশে গেছে। এতে ফলন কম হওয়ার আশঙ্ক করেছেন কৃষকরা। পানি নিষ্কাশনের জন্য জরুরি পদক্ষেপ নিতে অভিজ্ঞমহল মত প্রকাশ করেছেন। এছাড়া কাচা ঘর, তরিতরকারির আবাদ বিপুল পরিমাণে নষ্ট হয়েছে বলে জানা গেছে।