নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম লিটনের ২য় পুত্র মুবতাসিম ইনকিয়াদ মিদূল এবারের নর্থবেঙ্গল কিন্টার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটি’র বৃত্তি পরীক্ষায় ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৩য় শ্রেনীতে ট্যালেন্টপুলে(জিপিএ-৫) বৃত্তি পেয়েছে। সে ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করে। মিদূল ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন এবং মিদূলের মা সবার কাছে দোয়া চেয়েছেন।