মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর যশোবন্তপুরে ২৮তম গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলা ১৬ ফাল্গুন এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা বসে।
প্রতি বছর এই মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে এলাকার প্রায় ৫০টি গ্রামের সকল বয়সের মানুষ। এ মেলায় মাছ-মাংশ, মিষ্টির দোকানসহ বাঁশ, বেত ও মৃৎশিল্পিদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।
এদিন দুপুর থেকে চরযশোবন্তপুর মাঠ ও রাস্তার পাশে এলাকার শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেনিপেশার মানুষ এক কাতারে সামিল হয় দুচোখ ভরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৪২টি ঘোড়া অংশ নেয় এই প্রতিযোগিতায়। দুপুর ৩টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহুর্তে ঘোড়ার মালিক, ফকির ও ছোয়ার (জকি) ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত থাকে। এরপর শুরু হয় কাঙ্খিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। ফাল্গুনের ঝাঁজালো রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে হাজারও দর্শক।
প্রতিযোগিতায় ডুমরতলার নজির মোল্যা প্রমথ, খুলনার নিজাম দ্বিতীয় ও নওয়াপাড়ার শামচু তৃতীয় স্থান অধিকার করে। শেষে সন্ধ্যার পর মেলা কমিটির সভাপতি নিজাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পলাশবাড়ীয়া ইউপির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম।