খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন চিত্রালী বাজার কমিটির সভা চলকালীন দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় চিত্রালী বাজার এলাকায় এঘটনা ঘটে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্রে জানা যায়, নগরীর খালিশপুর চিত্রালী বাজার কমিটির সভা চলাকালীন পূর্বশত্র“তার জেরে দু’পক্ষের সংঘর্ষ পাঁচজন আহত হয়।
আহতরা হলেন খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা মোঃ সোহেল (২৫), আঃ হালিম (৪৮), ইসরাফিল হাওলাদার (১৭), মোঃ আতিয়ার রহমান (৪২), মোঃ শিমুল (২৫)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, এঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।