খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী এবং আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত আসামীদের আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে ২৪ ঘন্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভান্ডারপাড়া ইউনিয়ের কুশারহুলা গ্রামের মাদক ব্যবসায়ী সব্যসাচী মন্ডল এবং মাগুরাঘোনা গ্রামের ফরহাদুল সরদারকে ২৫ গ্রাম করে গাঁজাসহ তাদের আটক করে।
এছাড়া আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী গজেন্দ্রপুর গ্রামের ফাহিম হোসেন, জাফর মোল্যা, ডুমুরিয়া গ্রামের মোঃ জামাল সুর, সুমন সরদার, মজিদ সরদার,আক্তার সরদারকে গ্রেপ্তার করে। থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে এবং গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ধৃত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।