নীলফামারী জেলায় প্রতিনিয়ত বাড়ছে করোনা রুগি।সোমবার সিভিল সার্জন ডা.রনজিৎ কুমার র্বমন জানান গত রবিবার পর্যন্ত ১২ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনা রুগির সংখ্যা ৫২ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে,জেলা সদরে ৭ জন,ডোমারে ২ জন, সৈয়দপুরে এক শিশু (৫ মাস) ও তার মাসহ ২ জন ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসক। আক্রানÍ চিকিৎসক নীলফামারী জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এক সপ্তাহ দায়িত্ব পালন করেছিলেন।
অপরদিকে জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার একই পরিবারে ৬ জনের মধ্যে ৩,৯ও১০ বছরের তিন শিশু,১৪ বছরের এক কিশোর,২৫ বছরের এক যুবক ও ৫০ বছর বয়সী এক নারী রয়েছেন।
ওই পরিবারের কর্তা ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় কর্মরত ছিলেন । এর আগে তার সংক্রমন শনাক্ত হলে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন জেলা শহরের সবুজপারা মহল্লার ২২ বছর বয়সি এক গৃহবধূ । তিনি সন্তান স¤ভবা। আজ সোমবার তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। জরুরি ভাবে তাকে সিজার করতে হবে।
এ ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্বসহকারে নজরদারী করছেন। য়ৈদপুর উপজেলায় আক্রান্ত ৫ মাসের শিশুটির বাবা সৈয়দপুর শাখা ইসলামী ব্যাংকের নৈশ প্রহরী । তিনিও আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ।