সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি মেনে ঈদুল ফিতরের আগেই সীমিত পরিসরে বাস, মিনিবাস চালুর প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মার্চ মাস থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি পরিপালনের শর্তে বাস চলাচলের অনুমতি প্রদান আসতে পারে। বাসের দরজা জানালা, সিটকভার স্বাস্থ্য সম্মত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রত্যেক যাত্রীকে মাস্ক গ্লাবস ব্যবহার করতে হবে। বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা ৩ ফুট দুরত্ব বজায় রেখে টিকিট কাটতে হবে। যাত্রীদের নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। বেকার শ্রমিকদের ঈদের পূর্বে তাদের পরিবার পরিচালনা, সন্তানাদিদের পড়াশোনার খরচ নির্বাহের জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে শ্রমিকনেতৃবৃন্দ। দিনমজুর গৃহকর্মী রাস্তায় বেড়িয়ে পড়েছে, পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। জীবন যেমন জরুরী তেমনি জীবাকাও দরকার, দুটোকে সমন্বয় করতে গেলে গণপরিবহন চালুর বিকল্প নেই।