নওগাঁর পত্নীতলায় করোনা ভাইরাস জনিত কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের লক্ষ্যে বেসরকারী এনজিও সংস্থা আশা নজিপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের হাতে ২শ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসারের হাতে ১০কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলু, ১লিটার তেল ও ১কেজি লবন প্যাকেট আকারে সর্বমোট ৮০মন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি শানজিদা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, আশার ডিএম বাবলুর রশিদ, সিআরএম আব্দুল খালেক, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, ডিবিসি নওগাঁ প্রতিনিধি একে সাজু, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ।