২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকালে পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমারের নেতৃত্বে পুনাক সদস্যদের নিয়ে পাটগুদাম ব্রীজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিনী ও পুনাক সদস্য ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন সুলতানা, অতিঃ পুলিশ সুপার ফাল্গুনী নন্দিসহ পুনাক সদস্যদের পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। উলে¬খ্য পুনাক সভানেত্রী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে সব সময় কাজ করে আসছেন। বৃক্ষ রোপন, বস্ত্র ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করে ময়মনসিংহবাসির কাছে প্রশংসিত হয়েছেন।