মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা জানান, নমুনা পরীক্ষার রিপোর্টে বুধবার সকালে নতুন করে ৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক , ১জন একই হাসপাতালের মেডিকেল অফিসার এবং অপর দুই জনের মধ্যে একজন মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যজন নাকোল ইউনিয়নের চেয়ারম্যান। এই প্রথম মাগুরাতে কোন ডাক্তার এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব করোনা সনাক্ত হলো।
এখন পর্যন্ত মাগুরাতে মোট করোনা সনাক্ত হয়েছে ১৯জন। তার মধ্যে, মাগুরা সদরে ৭জন, শ্রীপুরে ৬জন, শালিখাতে ৫জন ও মোহাম্মদপুর উপজেলায় ১জন । আক্রান্ত ব্যক্তিদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩ জন।