শত শত শ্রমিক উত্তর বঙ্গের সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট থেকে ট্রাক, আলমসাধু, ভটভটি যোগে ঝিনাইদহ শহরে কামলা দিতে আসতে শুরু করেছে। এলাকার ধান,আম, পেয়ারা লিচু ক্ষেতে কাজ করতে আসে। ঝিনাইদহ শেখপাড়া, ভাটই, নতুনহাটখোলায় বটগাছ, কড়ই গাছ তলায় কাজের সন্ধানে অপেক্ষারত দেখা গেছে। ক্ষেতের মালিক আসলে চুক্তিভিত্তিক তাদেরকে নিয়ে যায়। অভাবের তাড়নায় একাধিক শ্রমিক এ তথ্য জানিয়েছে।