করোনাভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগে সমগ্র বিশ্বের পাশাপাশি বাংলাদেশও আজ আক্রান্ত। দেশব্যাপী চলছে একধরনের অঘোষিত লকডাউন। ফলে দুর্বিপাকে পড়েছে বিত্তহীন, অসহায়, অস্বচ্ছল, দিনমজুর ও রিক্সাচালকেরা।
দেশের এই ক্রান্তিলগ্নে সন্তান দায়িত্ব পালন করছেন সমগ্র বাংলাদেশে, আর পিতা উনার নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করছেন মানুষের ঘরে ঘরে।
বলছিলাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র বাবা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার কথা।
রাজধানী ঢাকার রামপুরাস্থ উলন এলাকার বাড়ি বাড়ি বিত্তহীন, অসহায়, অস্বচ্ছল, দিনমজুর ও রিক্সাচালক পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করে চলেছেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া বলেন, আমার মালিকানাধীন “বেগম আশ্রাফুন নেছা” ভবনের ১৩ টি পরিবারের বাড়িভাড়া মওকুফ সহ ভাড়াটিয়াদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, সাবান ও জীবাণু নাশক বিতরণ করেছি।
জাতীয় এই দূর্যোগে সকল বিত্তবানদের সাহায্য করার জন্য আহবান জানান জাতীর এই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া।