দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে উপজেলায় ৯০০ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও উপজেলা ত্রাণ কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন রানা ।
শনিবার নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ৪৫০ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্চা, সেমাই, চাল, তেল, চিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, মোখলেছুর রহমান, মুকুল হোসেন, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ, রাব্বী হাসান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।