বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মো: মোস্তাফিজুর রহমান বলেছেন – সরকারের ব্যাপক উদ্যেগের কারনে আজ দেশ এখনো টিকে আছে। করোনা মোকাবেলায় সরকার সঠিক পথেই এগোচ্ছেন । দেশকে করোনামুক্ত রাখতে হলে সমাজের প্রতিটি মানুষ ও সকল পেশাজীবিকে সরকারের সহযোগিতা করতে হবে।
শনিবার (১৬ মে) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হল রুমে কোভিড-১৯ সংক্রান্ত বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, সেনাবাহিনীর রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ল্যাফটেন্ট কর্ণেল মন্জুরুল হক, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাফিন জব্বার, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান।
সভা শুরুর আগে সচিব উপজেলার ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেন এবং সভা শেষে তিনি উপজেলার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ঘুরে দেখেন।