২২২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৪ই বেংগল তথা দি বেবী টাইগার্স অপারেশন স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশ্রহণকারী একটি ইউনিট। এই ইউনিটটি ঠাকুরগাঁও জেলার অসহায় দুঃস্থ ও গরিব বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৭মে) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি দৌলতপুর বালিকা উচ্চা বিদ্যালয় মাঠে প্রায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় গরিব ২৫ টি বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ সাধারণ অসহায় দুঃস্থ প্রায় একশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অধিনায়ক দি বেবী টাইগার্স লেঃ কর্ণেল জে এ এম বখতিয়ার উদ্দীন, পিএসসি।
এসময় প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, তেল, সুজি, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান কারা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেজর ফাহাদ, ক্যাপ্টেন ইরফান, শিহাবসহ অন্যান্য সেনা সদস্যরা।
তারা জানান এপর্যন্ত ঠাকুরগাঁওয়ে প্রায় ৬৫৫টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিরতণ করা হয়েছে। এভাবে ক্রমান্বয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
লেঃ কর্ণেল জে এ এম বখতিয়ার উদ্দীন জানান, সেনা প্রধানের নির্দেশনায় মুলত সামাজিক দুরত্ব নিশ্চিত ও জনগণকে সচেতনকরার পাশাপাশি মানুষদের ত্রাণ সাহয়তা প্রদান করছি আমরা। ভবিষ্যতেও আমরা সধারণ মনুষের পাশে থাকব।