করোনা সঙ্কটময় পরিস্থিতিতে পাবনায় ৫ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চপ্পু। পাবনার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি এ সহায়তা প্রদান করেন।
শনিবার (১৬’মে) দুপুরে পাবনা শহরের মানামা হাইটসে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের প্রধানদের হাতে নিরাপদ শাররীক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনায় কর্মহীন ও নি¤œ আয়ের ২০ হাজার মানুষ এতে উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, সহ-সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, কোষাধ্যক্ষ শুশীল কুমার তরফদার, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, নির্বাহী সদস্য আব্দুর রশিদ, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, মোস্তাফা সতেজ, সাবেক সভাপতি রুমি খন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।
সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। আমার এই সব উপহার সামগ্রী মানুষের কল্যাণে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং আগামীতে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।