চুয়াডাঙ্গার আলমডাঙ্গয় স্কুল পড়ুয়া ১০ শ্রেণীর ছাত্র বিদ্যুত সর্পদংশনে মারাগেছে। আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত স্কুল ছাত্র উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া গ্রামের তানহা আলির ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, বিদ্যুৎ প্রতিদিনের মত রবিবার সন্ধা রাতে বন্ধুদের সাথে বাড়ির পাশে শহিদ মিনারে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় বিষধর সাপে তার পায়ে দংশন করলে সে বাড়ি ফিরে যায়। সর্পদংশনের ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তারা স্থানীয় কবিরাজের দারস্থ হয়।
কবিরাজের ঝাড় ফুকে কোন কাজ না হওয়ায় তাকে আশঙ্কা জনক অব স্থায় রবিবার রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে সদর হাসপাতালে মারা যায়। বিদ্যুতের অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।