ইতালিয়ান সরকারের ঘোষণা অনুযায়ী আগেই অনুশীলনে ফিরেছে জুভেন্টাস। দুই মাস আগে অসুস্থ মাকে দেখতে পর্তুগালে গেলে করোনার প্রকোপে স্থবির হয়ে পড়ে বিশ্ব। পরিবারসহ জন্মস্থান মাদেইরায় আটকা পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি আ’ শুরুর প্রাথমিক ঘোষণা এলে প্রাইভেট জেটে তুরিনে চলে আসেন। তবে সরকারের নিয়ম, দেশের বাইরে থেকে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
৪ মে থেকে অনুশীলন শুরু করে জুভিরা। একই দিন ইতালি থেকে ফিরলেও সোজা চলে যান কোয়ারেন্টিনে। সোমবার শেষ হবে ১৪ দিনের এই স্বেচ্ছা গৃহবদন্দীর নিয়ম। তাই মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন তিনি।